Logo

অর্থনীতি

চারদিনের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩১

চারদিনের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

ডিএসইতে চলতি মাসের তৃতীয় সর্বনিম্ন লেনদেন হয়েছে বুধবার (২৯ জানুয়ারি)। ডিএসইতে আজ টাকার অংকে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা। আর দ্বিতীয় সর্বনিম্ন লেনদেন ছিল ৩১১ কোটি ৬৬ রাখ ৬৪ হাজার টাকা। এর আগে চলতি মাসের সর্বনিম্ন লেনদেন ছিল ৩০৭ কোটি ১ লাখ ৪ হাজার টাকা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। 

জানা যায়, ডিএসইতে বুধবার টাকার অঙ্কে চলতি সপ্তাহের সবচেয়ে কম লেনদেন হয়েছে। এদিন সবগুলো সূচকের পতন হয়েছে। আলোচ্য সময়ে ডিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। শরিয়া সূচক ৭ দশমিক ৯৫ শতাংশ কমে দাড়িয়েছে শূন্য দশমিক ৬৯ শতাংশে। আর ডিএস ৩০ সূচক শূন্য দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩ শতাংশে। 

ডিএসইতে আজ ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টি অপরিবর্তিত রয়েছে  ২০৬টির আর ৬৫টি কোম্পানির শেয়ারের দর কমেছে। 

এদিকে ডিএসইতে আজ টাকার অঙ্কে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৩১ লাখ ৮৮ হাজার টাকা। এরমধ্যে চলতি সপ্তাহে সর্বোচ্চ লেনদেন ছিল ৩৪৪ কোটি ৩ লাখ টাকা। 

সপ্তাহের শুরুতে ডিএসই’র প্রধান সূচক ছিল ৫ হাজার ১৩২ দশমিক ৩৯ পয়েন্টে। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সেই সূচক নেমে দাঁড়িয়েছে ৫ হাজার দশমিক ১১২ দশমিক ৫১ পয়েন্টে। সেই হিসাবে ডিএসইর প্রধান সূচক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এসে  ডিএসইএক্স ২০ পয়েন্ট কমেছে। এ ছাড়া ডিএসইএস বা শরিয়া সূচক ১৩ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০  দশমিক ৯২ পয়েন্টে। সপ্তাহের শুরু সূচকটি ছিল ১ হাজার ১৩৭ দশমিক ৫২ পয়েন্টে। তবে ডিএসই৩০ সূচক শূন্য দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এএইচএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর