Logo

অর্থনীতি

বিএসইসির চেয়ারম্যানের অপসারণসহ ১১ দফা দাবি বিনিয়োগকারীদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৬

বিএসইসির চেয়ারম্যানের অপসারণসহ ১১ দফা দাবি বিনিয়োগকারীদের

বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদকে অপসারণ, গেইন-ট্যাক্স প্রত্যাহার ও ফোর্স সেল বন্ধসহ ১১ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মতিঝিলে ডিএসই ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিট্যাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের (বিসিএমআইএ) উদ্যোগে তারা এ সমাবেশ করেন।

বিসিএমাাইএ’র মুখপাত্র এস এম ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ইসমাঈল হোসেন সম্রাট, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সম্পাদক দিদারুল আলম ভুঁইয়া, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এহতেশাম হক, সংগঠনটির প্রধান মুখপাত্র নূরুল ইসলাম মানিক। এ ছাড়া সমাবেশে সারাদেশ থেকে আগত বিনিয়োগকারীরা অংশ নেন।

এ সময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পুঁজিবাজারের নিয়োগকারীদের দাবিগুলোকে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ছেলেখেলার বিষয় বানিয়েছেন। অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন। যেভাবে আপনাদের দয়া করে চেয়ারে বসিয়েছি, আবার দরকার হলে চেয়ার থেকে নামিয়েও দিতে পারব। 

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল সেই সরকার আমাদের জনগণের সরকার হবে, আমাদের দুঃখ-কষ্ট, দুর্দশা বুঝবে। গত ৫ মাসের যে অভিজ্ঞতা, সরকার জনগণের পালস বুঝতে পারছে না এবং জনগণের দুঃখ-দুর্দশা অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না। যার একটা উদাহরণ এই ভুক্তভোগী শেয়ার বাজারের বিনিয়োগকারীরা।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত দেখি নাই এই ১৫ বছরে যেই প্লেয়াররা শেয়াবাজার থেকে ভূয়া কোম্পানি বানিয়ে, আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তাদের দুই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষ আত্মহত্যা করেছে। এই সরকারের দ্বায়িত্ব হলো ওই পরিবারগুলোকে ডেকে তাদেরকে সমবেদনা দেওয়া এবং গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া।

এএইচএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর