Logo

অর্থনীতি

ভ্যাট নিবন্ধনের বাইরে থাকা প্রতিষ্ঠানের জন্য দুঃসংবাদ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৫

ভ্যাট নিবন্ধনের বাইরে থাকা প্রতিষ্ঠানের জন্য দুঃসংবাদ

নিবন্ধনের বাইরে থাকা সারাদেশের সব প্রতিষ্ঠানকে ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে ভ্যাট নিবন্ধনের আওতায় নিয়ে আসবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যে ফেব্রুয়ারিকে ভ্যাট কমিশনারদের জন্য নিবন্ধনের মাস এবং মার্চকে এনবিআরের জন্য নিবন্ধনের মাস ঘোষণা করা হয়েছে। মূসক করদাতা সেবার দ্বিতীয় সচিব প্রণয় চাকমা স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ১৯৯১ সালে (ভ্যাট) ব্যবস্থা চালু হলেও করজাল অদ্যাবধি প্রত্যাশিত পর্যায়ে বিস্তৃত হয়নি। ভ্যাট আইনে ভ্যাট নিবন্ধনযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধন ও তালিকাভুক্তির বাধ্যবাধকতা রয়েছে। কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে বার্ষিক টার্নওভার নির্বিশেষে এবং দেশের সব সুপার শপ ও শপিংমলসহ সিটি করপোরেশন ও জেলা শহরের সব উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক।

মাঠ পর্যায়ের দপ্তরগুলোকে (সার্কেল, বিভাগ ও কমিশনারেট) অধিক্ষেত্রের প্রযোজ্য পদস্থ সব কর্মকর্তাকে সম্পৃক্ত ও সমন্বিতভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে নিবন্ধিত বা তালিকাভুক্ত করতে হবে।

এ ক্ষেত্রে নিবন্ধন প্রদান ও আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তারা করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখবেন।

এনবিআর সময়ে সময়ে মাঠপর্যায়ে সরেজমিনে যাচাই ও তদারকি করবে এবং নিবন্ধন প্রযোজ্য সত্ত্বেও যাচাইকালে কোনো এলাকায় অনিবন্ধিত প্রতিষ্ঠান পাওয়া গেলে সংশ্লিষ্ট বিভাগীয় ও সার্কেল কর্মকর্তা দায়ী থাকবেন বলে চিঠিতে জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, কমিশনাররা প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এনবিআরে তথ্য পাঠাবেন। কর্মপ্রবণতা, দক্ষতা, মেধাজাত কর্মকাণ্ড উদ্ভাবনী মনোবৃত্তির পাশাপাশি নিবন্ধন সংখ্যায় প্রবৃদ্ধিতে সফল সব কমিশনারেট থেকে নির্বাচিত সেরা কর্মকর্তাকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ‘বিশেষ স্বীকৃতি’ প্রদান করা হবে। নির্বাচিত সেরা কর্মকর্তারা পরবর্তীকালে পদায়ন ও বিদেশ প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন।

এএইচএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর