Logo

অর্থনীতি

নগদের প্রশাসকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৮

নগদের প্রশাসকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর ‘সন্ত্রাসী হামলার’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকা এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

কাউন্সিলের সভাপতি এ. কে. এম. মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ আহত মুহম্মদ বদিউজ্জামান দিদারের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বনানী ১২ নম্বর সড়কে অফিস থেকে ফেরার পথে নগরের প্রশাসক ও তার গাড়িচালক দুর্বৃত্তদের হামলায় আহত হন। হামলাকারীরা তার গাড়িও ভাঙচুর করে। 

একই দিন সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। দুদকের উপপরিচালক রুহুল হকের নেতৃত্বে এই অভিযানে প্রাথমিকভাবে নগদের বিরুদ্ধে ১,৭০০ কোটি টাকা পাচার এবং ৬৪৫ কোটি টাকার ই-মানি অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়। 

  • এএইচএস/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর