Logo

অর্থনীতি

ভালোবাসা-ফাল্গুনের হাওয়া লাগেনি ফুলের বাজারে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭

ভালোবাসা-ফাল্গুনের হাওয়া লাগেনি ফুলের বাজারে

ছবি : বাংলাদেশের খবর

এবার একই দিনে পবিত্র শবেবরাত, শুক্রবার জুমার দিন, বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন পড়ায় রাজধানীর ফুলের বাজারে প্রত্যাশিত বিক্রি হয়নি। ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, ধর্মীয় উৎসব থাকায় ফুলের চাহিদা কম থাকায় তারা হতাশ। 

 ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ধর্মীয় উৎসব থাকায় ফুলের চাহিদা কম। দেশি বিদেশি ফুলের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও এমন অবস্থা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। অন্যান্য বছর এসময়ে গোলাপ প্রতি পিস ২৫-৫০ টাকা বিক্রি হলেও এবার সেগুলো বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দামে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের কয়েকটি ফুলের দোকান ঘুর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

অনিন্দ্য পুষ্প বিতানের ফেরদৌস বলেন, ইতোমধ্যে ৬০ হাজার টাকার ফুল কিনেছি। তবে এখনো আশানুরূপ বিক্রি নেই। আগামীকাল পবিত্র শবে বরাত, সবাই  ইবাদত বন্দেগি করবেন। দিনে অনেক আবার রোজা রাখবেন। শুক্রবার জুমার দিন, পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন একই সাথে হওয়ায় বেচা-কেনায় ভাটা পড়বে। 

চৈতী পুষ্পালয়ের আসিফ বলেন, ‘দোকানে দেড় লাখ টাকার ফুল তুলেছেন, আজকে তো ভালোই যাচ্ছে। শবে বরাত উপলক্ষে অনেক রোজা রাখবেন। তাই আগামীকাল ফুল বিক্রির পরিমাণ কিছুটা কম হতে পারে।’

শাহবাগ মোড়ে দাঁড়িয়ে মেয়েদের ফুলের ক্রাউন বিক্রি করছেন দোলন। তিনি বাংলাদেশের খবরকে জানান, ‘আজ এখন পর্যন্ত তিনি ৭০টি ক্রাউন বিক্রি করছেন। অন্য বছরের তুলনায় এবার কেমন বিক্রি হচ্ছে জানাতে চাইলে তিনি বলেন, গতবারের তুলনায় বিক্রি ভালো।’ 

আনিকা পুষ্পবিতানের আজিজ বলেন, ‘আমার ফুল ব্যবসার জীবনে এটাই প্রথম শুক্রবার, শবেবরাত একই দিনে  ভ্যালেন্টাইন্স ডে পহেলা ফাল্গুন পড়েছে। এখনও ফুল বিক্রির পরিমাণ আগের তুলনায় কিছুটা কম। তবে এবার আশানুরূপ বিক্রি আশঙ্কা রয়েছে তার।’ 

এদিকে রাজধানীর ঐতিহ্যবাহী এই ফুল মার্কেটে ৪৫টি ছোট বড় দোকান রয়েছে।  এবার ফাল্গুন ও ভ্যালেনটাইন্স ডে-তে তাদের বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ২ কোটি টাকা। 

উল্লেখ, শাহবাগ ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে ফুলের দোকান।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর