Logo

অর্থনীতি

সোনার দাম কমল

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১

সোনার দাম কমল

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। তাই সোনার দাম কমেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন মূল্যানুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৬ হাজার ৩৫৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৫ হাজার ৬৪৫ টাকা। আর সনাতনী (পুরাতন) স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭ হাজার ৬০৫ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ উৎসে কর সংযুক্ত হবে।

  • এএইচএস/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর