Logo

অর্থনীতি

‘যুক্তরাষ্ট্রের দেওয়া’ ২৯ মিলিয়ন ডলার নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৫

‘যুক্তরাষ্ট্রের দেওয়া’ ২৯ মিলিয়ন ডলার নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের নামে দুটি সংস্থাকে ইউএসএইডের মাধ্যমে দেওয়া ২৯ মিলিয়ন ডলারের অর্থের বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এটি অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়, তাই মন্ত্রণালয় সরাসরি এটি খতিয়ে দেখবে না। তবে এনজিও ব্যুরো যদি তদন্ত করে কোনো অসঙ্গতি পায়, তাহলে অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের স্বার্থে উন্নয়নের জন্য বিভিন্ন উৎস থেকে ফান্ড আসতেই পারে। তবে বড় বিষয় হলো, এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহৃত হবে। ভবিষ্যতে যেন দেশের স্বার্থবিরোধী কোনো কাজে এই ধরনের অর্থ ব্যবহার না হয়, সেটি নিয়ন্ত্রণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন রমজানে যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।’

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি বিনিয়োগকারীদের পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে দেশে বিনিয়োগ বাড়বে না। এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার।’

অর্থ উপদেষ্টা জানান, নির্ধারিত সময়ে বাজেট উপস্থাপন করা হবে। দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, দোকান মালিক সমিতিসহ প্রধান প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে, যাতে বাজেট বাস্তবসম্মত ও কার্যকর হয়।

  • এএইচএস/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর