Logo

অর্থনীতি

আবুধাবি-বাংলাদেশ বাণিজ্য আলোচনা

মানবসম্পদের উন্নয়নে গুরুত্ব আরোপ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭

মানবসম্পদের উন্নয়নে গুরুত্ব আরোপ

সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের জন্য দক্ষ মানবসম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে আবুধাবিতে। ‘আবুধাবি ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণ’ শীর্ষক বাণিজ্য আলোচনা সভা স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আবুধাবি স্কুল অব ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হয়।

ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকীন আহমেদের নেতৃত্বে ২৯ সদস্যের প্রতিনিধি দল আবুধাবি চেম্বারের আয়োজনে এই সভায় অংশগ্রহণ করে। আলোচনা সভায় দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

আবুধাবি চেম্বারের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহমিজ আলী আল দাহিরি অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত দক্ষ মানবসম্পদ তৈরি করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সফল হয়েছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করলে ইউএইসহ অন্যান্য দেশে বিনিয়োগ সহজ হবে।’ 

তিনি বাংলাদেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘ডিসিসিআই গত ছয় দশক ধরে স্থানীয় ও বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ গঠনে কাজ করছে। ২০২৪ সালে ইউএই’র সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি যথাক্রমে ১,৩৫২.৯ মিলিয়ন ও ৪০২.৬৩ মিলিয়ন ডলার হয়েছে।’

তিনি আরও জানান, ইউএই’র উদ্যোক্তারা ইতিমধ্যে বাংলাদেশে ৩২১.৬৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে, ঢাকা চেম্বারের সদস্যরা আবুধাবি চেম্বারের প্রায় ৩৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বিটুবি নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণ করে এবং ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  

এছাড়াও, ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি রিজওয়ান রাহমান বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন এবং দুদেশের উদ্যোক্তাদের আরও সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানান।

রাজিব এইচ চৌধুরী, মো. সালিম সোলায়মানসহ চেম্বারের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরা এই আলোচনায় উপস্থিত ছিলেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর