Logo

অর্থনীতি

বাণিজ্য মন্ত্রণালয়সহ ৯ দপ্তরে নতুন সচিব নিয়োগ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১

বাণিজ্য মন্ত্রণালয়সহ ৯ দপ্তরে নতুন সচিব নিয়োগ

বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়সহ নয়টি দপ্তরে নতুন সচিব নিয়োগ ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন সচিবদের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে মো. মাহমুদুল হোসাইন খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. মোস্তাফিজুর রহমান নিয়োগ পেয়েছেন।

এছাড়া অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পাওয়া সাতজনের মধ্যে রয়েছেন—

  • আলেয়া আক্তার (পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ)
  • মো. তাজুল ইসলাম (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ)
  • মো. মিজানুর রহমান (জাতীয় সংসদ সচিবালয়)
  • মো. আব্দুর রউফ (সেতু বিভাগ)
  • জাহেদা পারভীন (মন্ত্রিপরিষদ বিভাগ)
  • মাহবুবুর রহমান (বাণিজ্য মন্ত্রণালয়)

এর আগে ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে শিল্প সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের বাইরে ১৪ জন সিনিয়র সচিব এবং ৬১ জন সচিব বা সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর