ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগে এবার সরকারি সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করল শিক্ষার্থীরা। রোবববার (২৪ নভেম্বর) দুপুরে ডা. মাহবুবর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এ ভাঙচুর চালায়।
এর আগে, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ভুল চিকিৎসায় তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন করে। মানববন্ধনকারীদের অভিযোগ, সে সময় সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের ড্রেস পরিহিত কিছু শিক্ষার্থী তাদের উপর হামলা চালায়।
এরই জেরে রোববার মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেলের প্রধান ফটক আটকে ভাঙচুর করে। পরবর্তীতে তারা কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে প্রবেশ করে ভাঙচুর চালায়।
এদিকে এ ঘটনার পর সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রথম বর্ষের পরীক্ষা এখনো শুরু হয়নি।
জেএন/এটিআর