Logo
Logo

শিক্ষা

৭ কলেজের স্থগিত স্নাতক চতুর্থ ও প্রথম বর্ষের পরীক্ষার নতুন সূচি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

৭ কলেজের স্থগিত স্নাতক চতুর্থ ও প্রথম বর্ষের পরীক্ষার নতুন সূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্থগিত দুটি বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি বর্ষের পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২০২৫ সালের ২ জানুয়ারির পরীক্ষা এ বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ২০২৫ সালের ৬ জানুয়ারির পরীক্ষা এ বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া, স্থগিত ঘোষণা করা প্রথম বর্ষের ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষা ২৯ ডিসেম্বর গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে। পরীক্ষার সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে। 

প্রসঙ্গত, সম্প্রতি পুরান ঢাকার কয়েকটি কলেজে ভাঙচুরের ঘটনার পর সাত কলেজের ২৬ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি উন্নতি না হলে ২৮ নভেম্বরের পরীক্ষাও স্থগিত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর