বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৮ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) মো. মাহাবুর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ইনসিটু হিসেবে পদায়িত বলে গণ্য হবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওই কর্মস্থল থেকে বেতন গ্রহণ করবেন।
এতে আরও জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ লিয়েনে বা শিক্ষাছুটিতে থাকলে তারা লিয়েন বা ছুটি শেষে যোগদান সাপেক্ষে পদোন্নতি আদেশ জারি করা হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পরবর্তী সময়ে কারো পদোন্নতি বারিত করার মতো কোনো বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতিবিষয়ক আদেশ বাতিল করা হবে।
এই আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না। এই কর্মকর্তাদের আবশ্যিকভাবে তাদের পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির একজন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তিনজন, গার্হস্থ্য অর্থনীতির একজন, গণিতের দুইজন, দর্শনের চারজন, ব্যবস্থাপনার দুইজন, ভূগোলের একজন, মাকের্টিংয়ের দুইজন, রসায়নের একজন, হিসাববিজ্ঞানের একজন, রাষ্ট্রবিজ্ঞানের দুইজন, সমাজকল্যাণের একজন ও আরবির তিনজন। এছাড়া টিচার্স ট্রেইনিং কলেজ টিটিসির (ইসলামি আদর্শ) একজন রয়েছেন।
ডিআর/এমবি/এমএইচএস