দশম গ্রেডের দাবি : মেলেনি আশ্বাস, শিক্ষকদের আন্দোলন চলবে
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
![দশম গ্রেডের দাবি : মেলেনি আশ্বাস, শিক্ষকদের আন্দোলন চলবে](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/24/Bangladesher-Khabor-ATR---2025-01-24T190256-67938faf56e26.jpg)
ছবি : বাংলাদেশের খবর
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার আশ্বাস না মেলায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফিরে রাজধানীর শাহবাগে শিক্ষকদের প্রতিনিধি মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন,‘আমাদেরকে প্রধান উপদেষ্টার বাস ভাবনে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার কথা বলে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রধান উপদেষ্টার বাস ভবনে না নিয়ে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং ১৪ গ্রেডের একজন কর্মচারীর কাছে আমাদের দাবির লিখিত পত্র দিতে বলা হয়। এটা আমাদের জন্য অপমানজনক। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব।’
এর আগে, সকালে দেশের বিভিন্ন এলাকা থেকে এসে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিক্ষকরা। পরে সকাল ১০ টার দিকে সমাবেশ শুরু করেন তারা। সমাবেশ থেকে বিকাল ৪ টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন।
তবে পদযাত্রাটি শাহবাগ জাদুঘরের সামনে আসলে পুলিশ তাদের আটকে দেয়। এসময় শিক্ষকদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের দশজনের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে নিয়ে যায়।
এসআইবি/এটিআর