কোরআনে ফের বিশ্বজয়, বাংলাদেশি হাফেজের হাতে এরদোগানের চুমু
ধর্ম ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:১৮
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন হাফেজ মুয়াজ মাহমুদ | ছবি ভিডিও থেকে নেওয়া
ফের বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশি হাফেজ। এবার তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ।
এ উপলক্ষে হাফেজ মুয়াজ স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) বাদ জোহর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন। এ সময় স্নেহের পরশে মুয়াজের হাতে চুমু খান এরদোগান।
হাফেজ মুয়াজ ঢাকার মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী-ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তিনি এই মাদরাসা থেকেই হাফেজ হয়েছেন।
তিনি এর আগে মক্কায় অনুষ্ঠিত ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হাফেজ সালেহ আহমেদ তাকরিম ও হাফেজ মুয়াজ একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের মাদ্রাসা মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী-ঢাকার পরিচালক গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।
মাদ্রাসা মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী-ঢাকার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন হাফেজ মুয়াজসহ সকল শিক্ষার্থী ও তাদের মাদ্রাসার জন্য দেশবাসীর নিকট বিশেষ দোয়া চেয়েছেন।