Logo

বিনোদন

ওড়িয়া সিনেমার ‘প্রথম সুপারস্টার’ উত্তম মোহান্তি আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫

ওড়িয়া সিনেমার ‘প্রথম সুপারস্টার’ উত্তম মোহান্তি আর নেই

ওড়িয়া সিনেমার এক সময়ের সুপারস্টার, জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি আর নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার গুরুতর অসুস্থতার খবর শোনা যায়। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনি প্রথমে ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লিতে এয়ারলিফটে নেওয়া হয়। অবশেষে ৬৬ বছর বয়সী উত্তম মোহান্তি দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উত্তম মোহান্তি ছিলেন ওড়িয়া সিনেমার প্রথম ‘সুপারস্টার’। ১৯৭৭ সালে তিনি সিনে দুনিয়ায় পা রাখেন। এরপর প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে একাধারে ওড়িয়া, বাংলা ও হিন্দি সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেন। বিশেষ করে ওড়িয়া চলচ্চিত্রে তার অবদান ছিল অতুলনীয়। বাংলা সিনেমাতেও তার অভিনয় ছিল প্রশংসনীয়। যা তাকে দুই বাংলাতেই পরিচিতি এনে দিয়েছিল।

উত্তম মোহান্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি বলেন, ‘উত্তম মোহান্তির চলে যাওয়া ওড়িয়া সিনেমা শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন আমাদের সিনে জগতের পথপ্রদর্শক।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘উত্তম মোহান্তি শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন ওড়িয়া সিনেমার এক নক্ষত্র, যার আলো আজও আমরা অনুভব করি।’

১৯৭৭ সালে উত্তম মোহান্তির চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। তার অভিনয়ের গুণে তিনি অনেক পুরস্কৃত হয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক সম্মাননা পেয়েছেন। সম্প্রতি তিনি ‘বউ বুট্টু ভুটা’ ছবিতে অভিনয় করছিলেন। যা ১২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তার এই ছবি মুক্তির আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর