‘কাবিলার মা’ চরিত্রের অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫৬

ব্যাচেলর পয়েন্টে পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি।
তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে লেখা হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের Gulshan Ara Ahmed আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।
ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন । আপনাকে আমরা মিস করবো আপা।
আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’
প্রসঙ্গত, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় গুলশান আরা আহমেদের। কিন্তু তার ইচ্ছা ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার।
এ অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে আসিফ আহমেদ হৃদয় ও মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।
ওএফ