
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও আলোচনায়। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত অর্জন— সবকিছু নিয়েই বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে সমালোচনার মুখে পড়লেও, সেগুলোকে কীভাবে গ্রহণ করেন? ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন ‘বাহুবলি’ খ্যাত এই অভিনেত্রী।
তামান্না বলেন, ‘কোনটা গঠনমূলক সমালোচনা তা আমি এই যাত্রা থেকে শিখেছি। কারণ এটা সবসময়ই থাকে। এমনকি কিছু মতামতও নিশ্চিতভাবে গ্রহণ করি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন নয়। আমি বলতে পারি, এটা ট্রল নাকি উপকারী কিছু। এটি পছন্দ হোক আর না হোক, এক চিমটি লবণ মাখিয়ে তা গ্রহণ করি।’
সম্প্রতি বিজয় ভার্মার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ভাঙা নিয়ে আলোচনা কম হয়নি। ব্যক্তিগত জীবন ঘিরে গুঞ্জনের মাঝেও পেশাগত দিক থেকে সরব আছেন তামান্না।
গত ১৭ এপ্রিল মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘ওডেলা টু’। অশোক তেজা পরিচালিত সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। টাইমস অব ইন্ডিয়া সিনেমাটিকে ৫ এর মধ্যে ২.৫ রেটিং দিয়েছে।
তবে আইটেম গানে তামান্নার জনপ্রিয়তা যেন ছাপিয়ে যাচ্ছে সবকিছু। গত বছরের ব্লকবাস্টার হিট ‘স্ত্রী টু’ ছবির ‘আজ কি রাত’ গানটিতে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। পঙ্কজ ত্রিপাঠি ও রাজকুমার রাওয়ের সঙ্গে করা সেই পারফরম্যান্স ইউটিউবে ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। এখনো গানটি দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়।
এরপর ‘রেইড টু’ সিনেমার ‘নাশা’ গানে ফের কোমর দুলিয়েছেন তামান্না। টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তির পর গানটি নিয়েও চলছে প্রশংসার ঝড়। রাজ কুমার গুপ্তার পরিচালনায় নির্মিত এই সিনেমায় রয়েছেন অজয় দেবগন। সবকিছু ঠিক থাকলে আসছে ১ মে মুক্তি পাবে ‘রেইড টু’।
বর্তমানে তামান্না কাজ করছেন তিনটি হিন্দি ছবিতে— ‘রেঞ্জার’, ‘নো এন্ট্রি ম্যায়নে এন্ট্রি’ ও রাকেশ মারিয়ার বায়োপিক।
সমালোচনার মাঝে থেকেও নিজের অবস্থান ধরে রাখার কৌশল যেন ভালোভাবেই আয়ত্ত করেছেন ‘মিল্কি বিউটি’ খ্যাত এই অভিনেত্রী।
এমজে