Logo

বিনোদন

কাশ্মীরের ‘অমানবিক’ ঘটনায় ক্ষোভ শাহরুখ-সালমানের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৩:৫১

কাশ্মীরের ‘অমানবিক’ ঘটনায় ক্ষোভ শাহরুখ-সালমানের

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের প্রতি গভীর শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। মঙ্গলবারের এ নৃশংস হামলার ঘটনায় মর্মাহত বলিউড তারকারাও। 

সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরুখ খান, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, অনুপম খেরসহ বহু তারকা।

নিজের এক্স অ্যাকাউন্টে শাহরুখ খান লেখেন, ‘পহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে শোকপ্রকাশের কোনো ভাষা নেই। এ সময়ে শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া কিছুই করার থাকে না। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং দ্রুত ন্যায়বিচার পাই।’

সালমান খান লিখেছেন, ‘কাশ্মীর, পৃথিবীর স্বর্গ। যা বর্তমানে নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। একজন নিরপরাধ ব্যক্তি হত্যা, গোটা জাতি হত্যার সমান। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লেখেন, ‘পহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কেউ ছুটি কাটাতে, কেউ মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি খুবই মর্মাহত।’

অক্ষয় কুমার লিখেছেন, ‘এভাবে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়। শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করি।’

অনুষ্কা শর্মা বলেন, ‘পহেলগাম হামলার ঘটনায় আমি মর্মাহত। এ ঘটনা ভুলে যাওয়ার নয়।’

অভিনেতা অনুপম খেরও এ ঘটনার তীব্র নিন্দা জানান।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর