বেশ কিছুদিন ধরেই আলোচনায় বচ্চন পরিবার। অভিষেক আর ঐশ্বরিয়ার বিচ্ছেদকে কেন্দ্র করে একের পর এক গুঞ্জন এখন ভক্তদের আগ্রহের তুঙ্গে। এমন সময় অমিতাভ বচ্চনের একটি টুইট যেন আগুনে আরেকটু ঘি ঢালার মতোই কাজ করল।
রোববার দিবাগত রাতে (২ ডিসেম্বর) নিজস্ব এক্স প্রোফাইল (সাবেক টুইটার) থেকে ‘চুপ’ লিখে রাগান্বিত ইমোজি দিয়ে টুইট করেন অমিতাভ। তার এমন টুইট ভক্ত-দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
কেউ কেউ মন্তব্যের ঘরে জানতে চেয়েছেন, এটা কী ছিল? অনেকে আবার এমন টুইটের প্রশংসাও করেন।
এর আগেও এসব বিষয়ে বড় টুইট করেছিলেন অমিতাভ। তিনি বলেন, আমি সেসব লোকদের নিন্দা জানাই যারা কিছু না জেনেই অসত্য প্রকাশ করেন। গুজব তো গুজবই হয়। গুজব মানেই তো কোনো সত্যতা যাচাই না করে অসত্য কথা রটিয়ে দেওয়া । তবে আমি কাউকে দোষ দিই না। কেবল এটুকুই বলতে চাই, কোনো তথ্যপ্রমাণ ছাড়া এভাবে গুজব ছড়ানো উচিত নয়। অনেকেই অনেক কথা লিখে দিচ্ছেন। তবে সব কথা সত্যি নয়। আমি আবারও বলব, কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।
অমিতাভ আরও বলেন, আমি আমার পরিবার ও ব্যক্তিগত ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করি।
এসব গুজব, জল্পনা-কল্পনার প্রতি ক্ষোভ প্রকাশ করে বচ্চন কর্তা আরও লিখেন, আপনারা একটি অসত্য ঘটনাকে ছড়িয়ে দিয়ে আপনাদের কাজ শেষ করেন। কিন্তু এটি যে অন্যদের উপর কেমন প্রভাব ফেলতে পারে সেটি আপনারা ভাবেন না।
সবশেষে অমিতাভ তার ছেলে অভিষেক বচ্চনের নতুন কাজ ‘আই ওয়ান্ট টু টক’-এর প্রশংসা করেন। গত মাসে মুক্তি পাওয়া সুজিত সরকারের ছবিতে ‘অর্জুন সেন’-এর ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসিত হন অভিষেক।
এফএটি/এমএইচএস