Logo
Logo

বিনোদন

দুজনকে খুনের অভিযোগে আটক নার্গিস ফাখরির বোন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০০

দুজনকে খুনের অভিযোগে আটক নার্গিস ফাখরির বোন

নার্গিস ফাখরি ও আলিয়া ফাখরি /ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি রকস্টার সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এবারে নিজের বোনের কারণে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিউইয়র্কের কুইনসে সাবেক প্রেমিক ও তার বন্ধুকে হত্যার অভিযোগে আটক হয়েছেন নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। ৪৩ বছর বয়সী আলিয়া তার সাবেক প্রেমিক এডওয়ার্ড জ্যাকবসকে হত্যার উদ্দেশ্যে একটি দোতালা গ্যারেজে আগুন লাগালে সেখানে জ্যাকবের বন্ধু আনাস্তাসিয়া ইটিনও দগ্ধ হয়ে মারা যান। প্রত্যক্ষদর্শীদের এমন অভিযোগে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বলেন, সোমবার (২ নভেম্বর) ভোরে আলিয়া ওই গ্যারেজে উপস্থিত হয়ে চিৎকার করে সাবেক প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়ে আলিয়া বলেন, তোমরা সবাই আজই মারা যাবে। ওই গ্যারেজের উপর তলাতেই থাকতেন তার সাবেক প্রেমিক জ্যাকব।

একজন প্রতক্ষ্যদর্শী আলিয়ার চিৎকার শুনে বাইরে এসে দেখেন জ্যাকবের ভবনে আগুন জ্বলছে। এ সময় জ্যাকব তার কক্ষে ঘুমাচ্ছিলেন। তার বন্ধু আনাস্তাসিয়া শব্দ শুনে নিচে নেমে এলেও জ্যাকবকে রক্ষা করতে আবার উপরে যান। কিন্তু তারা কেউ আর বের হতে পারেননি।

মেলিন্ডা কাটজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগুনের ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও তাপের কারণে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলিয়া ফাখরিকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী সাব্যস্ত করা গেলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ মুহূর্তে আলিয়া কারাবন্দী রয়েছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করেছেন।

অভিনেত্রী নার্গিস ফাখরি তার বোনের বিষয়ে মুখ না খুললেও সংবাদমাধ্যমে তার মা জানান, ‘আমার মেয়ে কাউকে হত্যা করার মতো মানুষ নয়। ও সবসময় মানুষের খেয়াল রাখতো, সকলের সাহায্যে এগিয়ে যেত।’

নার্গিস ও আলিয়ার জন্ম নিউইয়র্কের কুইন্সে। নার্গিসের যখন ছয় বছর বয়স তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। ২০১১ সালে রনবীর কাপুরের বিপরীতে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে ভক্তদের হৃদয়ে জায়গা নিলেও অভিনয়ে আর সক্রিয় হননি নার্গিস।

এমএন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর