Logo
Logo

বিনোদন

বৃন্দাবনের জন্মদিনে শাহনাজ খুশির আবেগঘন স্ট্যাটাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৬

বৃন্দাবনের জন্মদিনে শাহনাজ খুশির আবেগঘন স্ট্যাটাস

বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি /ছবি : সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা বৃন্দাবন দাসের জন্মদিন আজ (৭ ডিসেম্বর)। জন্মদিন উপলক্ষে তার স্ত্রী অভিনেত্রী শাহনাজ খুশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়েছেন। 

সেখানে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বৃন্দাবন। 

যে মানুষ, একটা লাল চায়ে একটা টোস্ট বিস্কুট পেলেই খুশি হয়ে যায়, দেশের গানে অঝোরে কেঁদে ফেলে, শরীরের সুস্থতা ছাড়া কোন ভবিষ্যত চিন্তা করে না, কখনো কারো অমংগল চিন্তা করে না, তার অনেক অনেক কাল বেঁচে থাকে উচিত। সুস্থ থাকো।’

বৃন্দাবন দাস টেলিভিশন নাটকের এক জনপ্রিয় নাম। তার লেখা নাটকগুলোর মধ্যে অন্যতম হলো- ‘হাড়কিপটে’, ‘মোহর শেখ’, ‘সাকিন সারিসুরি’,  ‘ঘর-কুটুম’, ‘আলতা সুন্দরী’, ‘জামাই মেলা’, ‘চৈতা পাগল’, ‘পাত্রী চাই’, ‘পত্র মিতালী’, ‘সার্ভিস হোল্ডার’।

১৯৯৪ সালে শাহনাজ ফেরদৌস খুশির সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বৃন্দাবন। তাদের যমজ দুই সন্তান- দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। তারাও অভিনয়ের সঙ্গে জড়িত।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর