পুষ্পার প্রিমিয়ারে ভক্তের মৃত্যু, ৩৫ লাখ টাকা দেবেন আল্লু আর্জুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫
পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ার শো চলাকালীন এক নারী ভক্তের মৃত্যু এবং তার ছেলের গুরুতর আহত হওয়ার দুদিন পর সে নারী ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন আল্লু আর্জুন।
শুক্রবার (৬ ডিসেম্বর) পুষ্পার এ অভিনেতা জানান, এ ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত।
এদিকে ওই ভক্তের পরিবার এই নায়কসহ তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আর তার একদিন পরেই এ ঘোষণা দেন তিনি। আহত ছেলের সকল চিকিৎসার দায়ভারও নেন আর্জুন। অভিনেতা তার ভক্তের পরিবারকে এও আশ্বস্ত করেছেন যে, যথাসম্ভব সে পরিবারের দায়িত্ব তিনি নিবেন।
গত বুধবার রাতে হায়দ্রাবাদে সিনেমাটির প্রিমিয়ারে থিয়েটারের বাইরে অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল। এমনকি স্থানীয় পুলিশও সে ভিড় সামলাতে ব্যর্থ হয়েছিল। থিয়েটার ব্যবস্থাপনাও ভিড় সামলাতে কোনো বাড়তি ব্যবস্থা রাখেনি।
এরমধ্যে থিয়েটারের সামনে আল্লু আর্জুনকে প্রবেশ করতে দেখে সেখানকার পরিস্থিতি খারাপের দিকে যায়। সেখানেই পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছর বয়সী এক নারী। আহত হয়তার ১৩ বছর বয়সী ছেলে, যার অবস্থা এখনো আশঙ্কাজনক।
শুক্রবার এক্স হ্যান্ডেলে এসব জানিয়ে পোস্ট করেন এই তারকা। সেখানে আল্লু অর্জুন লেখেন, তিনি ‘গভীরভাবে মর্মাহত’। তিনি আরও লেখেন, ‘আমি তাদের আশ্বস্ত করতে চাই, তারা একা নন। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে দেখা করবো।’ তাদের সবধরনের সহায়তা করবেন বলেও প্রতিশ্রুতি দেন দক্ষিণী এ সুপারস্টার।
এফএটি/এমএইচএস