ছবি : সংগৃহীত
মার্ভেল সিনেমেটিক ইউনির্ভাসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত অভিনেতা ক্রিস ইভানস আবারও ফিরছেন মার্ভেলের দুনিয়ায়।
জো এবং অ্যান্থনি রুশো পরিচালিত অ্যাভেঞ্জার্সের নতুন সিনেমা ‘ অ্যাভেঞ্জার্স ডুমসডে’ তে দেখা যাবে এ অভিনেতাকে।
তবে তিনি কোন চরিত্রটিতে ফিরছেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে শোনা যাচ্ছে এবারে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ফেরার সম্ভাবনা কমই রয়েছে ইভানের।
কেননা, অ্যান্থনি ম্যাকির স্যাম উইলসন চরিত্রটিও নাকি এবার ক্যাপ্টেন আমেরিকা হয়েই ফিরছেন। তবুও মার্ভেল ভক্তরা আশাবাদী তাদের প্রিয় চরিত্র ক্যাপ্টেন আমেরিকা বাঁ স্টিভ রজার্স রূপে ইভানই ফিরে আসুক। আর যদি সেটা হয় তাহলে সেটি খুব বিস্ময়কর কিছু হবে না। আর যদি সেটি না হয় তাহলে অন্য কোনো শক্তিশালী চরিত্রে দেখা যাবে ইভানকে।
সম্প্রতি তাকে ডেডপুল এবং উল্ভারিন-এ হিউম্যান টর্চ খেলতে ফিরতে দেখা গেছে। যে ভূমিকায় তিনি এর আগে ফক্স এর আসল ফ্যান্টাসটিক ফোর মুভিতে মার্ভেলের বাইরে অভিনয় করেছিলেন।
ক্রিস ইভানকে মার্ভেলে তার জনপ্রিয় চরিত্র স্টিভ রজার্স হিসেবে শেষবার দেখা গিয়েছিল ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেমে’।
২০২৬ সালের ১ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের নতুন সিনেমা ‘ অ্যাভেঞ্জার্স ডুমসডে’র’। এবার অপেক্ষার পালা।
এফএটি/এমআই