বর্তমানে বলিউডে রাজ করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত রেড সি ফেস্টিভ্যালের লালগালিচায় হেঁটেছেন শ্রদ্ধা। দেখা করেন স্পাইডার ম্যান খ্যাত হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের সাথে।
সোমবার (৯ ডিসেম্বর) ওই ফিল্ম ফেস্টিভ্যালে লালগালিচায় দাঁড়িয়ে ছবিও তুলেন তারা। যা নেট দুনিয়ায় ভাইরাল।
ছবিতে শ্রদ্ধাকে ফাল্গুনী শেন ময়ূরের ডিজাইন করা একটি মারমেইড গাউনে দেখা যায়। অপরদিকে অ্যান্ড্রুর গায়েও ছিল অনুষ্ঠান উপযোগী পোশাক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) ছবি আপলোড হওয়ার পর থেকেই নেটিজেনরা প্রশ্ন তুলেন এ ছবি এআই দ্বারা তৈরি কিনা। আবার একজন ছবির নিচে লিখেন এটা কি সত্যিই?
শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী-২ সিনেমার অসাধারণ সাফল্যের পর এবং হিন্দী চলচ্চিত্র হিসেবে সর্বাধিক আয়কৃত সিনেমার খেতাব পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা।
অন্যদিকে অ্যান্ড্রু গারফিল্ড তার স্পাইডারম্যান চলচ্চিত্রের মাধ্যমে অন্যরকম একটি দর্শকমহল তৈরি করেছেন। সবার কাছে তিনি অ্যান্ড্রু কাম স্পাইডারম্যান নামেই বেশি পরিচিত। দ্যা অ্যামেজিং স্পাইডার ম্যান থেকে স্পাইডারম্যান নো ওয়ে হোমে তাকে দেখা গেছে।
এমএন/ওএফ