দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিট!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১
বর্তমান সময়ে পাকিস্তানী সংগীত শিল্পীদের মাঝে অন্যতম জনপ্রিয় মুখ রাহাত ফতেহ আলী খান। বেশ কিছুদিন আগে ঘোষণা দেওয়া হয়েছিল ঢাকায় এসে বিনা পারিশ্রমিকে ‘চ্যারিটি কনসার্ট’ করবেন তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন,জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতেই এমন উদ্যোগ তার।
কনসার্টটি আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে এবার আলোচনায় উঠে এলো সেই কনসার্টের টিকিট সম্পর্কিত তথ্য। জানা গেছে, এই কনসার্টের টিকিট অনলাইনেও দর্শকদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে অনলাইন টিকিট ছাড়া হয়। টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ৩টি পর্যায়ে। ভিআইপি টিকিটের দাম ১০হাজার টাকা, ফ্রন্ট রো টিকিটের দাম ৪ হাজার ৫০০ টাকা এবং জেনারেল টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছাড়াও এ আয়োজনে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলা গান পরিবেশন করবেন বলে জানা গেছে। একই দিনে কনসার্টের ফাইনাল লাইনআপ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে আরও থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটক।
এফটিএ/এমজে