প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ পেতে মুম্বাই ছাড়ল কাপুর পরিবার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩
ভারতীয় সিনেমাঙ্গনে ব্যাপক অবদান রেখেছেন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক রাজ কাপুর। আগামী ১৪ ডিসেম্বর ‘রাজ কাপুরে’র ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল।‘ আর এ উৎসব উদ্বোধনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে মুম্বাই ছেড়েছেন কাপুর পরিবার।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মুম্বাইয়ের একটি বেসরকারি বিমানবন্দরে একসাথে দেখা যায় রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, কারিশমা কাপুর, কারিনা ও সাইফ আলী খানকে।
নয়াদিল্লীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং ‘রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল’র একটি বিশেষ আয়োজনে তাকে আমন্ত্রণ জানানোর জন্যই এ যাত্রা।
এর আগে গত মাসে আয়োজিত আইফা অ্যাওয়ার্ড ২০২৪-এর মঞ্চে রণবীর কাপুর কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের ঘোষণা দিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, বিভিন্ন স্থান থেকে রাজ কাপুরের দশটি সিনেমা সংগ্রহের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
রণবীর বলেন, সারা ভারতে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আমরা ‘রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালের’ আয়োজন করতে যাচ্ছি। যেখানে রাজ কাপুরের পুনরুদ্ধার করা দশটি সিনেমা থাকবে।
রাজ কাপুর অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০’, ‘সঙ্গম’ ও ‘মেরা নাম জোকার’র মতো সিনেমার জন্য আজও স্মরণ করা হয়। তিনি ১৯৭১ সালে ‘পদ্মভূষণ’, ১৯৭৮ সালে ‘দাদা সাহেব ফালকে’সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। এমনকি রাজ কাপুর অভিনীত ‘আওয়ারা’ এবং ‘বুট পলিশ’ সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
এফএটি/এমজে