Logo

বিনোদন

দর্শকদের মন কেড়েছে জাগরণী সংগীত ‘দেশ দখলের দেখাসনে ভয়’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯

দর্শকদের মন কেড়েছে জাগরণী সংগীত ‘দেশ দখলের দেখাসনে ভয়’

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

দর্শক-শ্রোতাদের আরও একটি চমৎকার সংগীত উপহার দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ইসলামি সংগীত প্রতিষ্ঠান হ্যাভেন টিউন। এবার তারা নিয়ে এসেছে ‘দেশ দখলের দেখাসনে ভয়, এই পতাকার নাই পরাজয়’ শিরোনামের জাগরণী একটি সংগীত।

গত বুধবার (১১ ডিসেম্বর) হ্যাভেন টিউনের ইউটিউব চ্যানেলে সংগীতটি প্রকাশ করা হয়, যা এরই মধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

নতুন প্রকাশিত সংগীতটিতে কণ্ঠ দিয়েছেন হ্যাভেন টিউনের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী গাজী আনাস রওশন ও তার সহশিল্পীরা।

৪ মিনিট ২৯ সেকেন্ড পরিব্যাপ্তির গানটির বিপ্লবী কথাগুলো লিখেছেন নুরুজ্জামান শাহ, সুর করেছেন নাবিল আদনান এবং সাউন্ড ডিজাইনে ছিলেন সালমান সাদিক সাইফ। 

সংগীতটি নিয়ে সুরকার নাবিল আদনানের বেশ আশা। বাংলাদেশের খবরকে তিনি বলেছেন, ‘আশা করি গানটি সবার কাছেই অনেক ভালো লাগবে।’ 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর