Logo
Logo

বিনোদন

এবার আতাতুর্কের জীবনী-নির্ভর সিরিজে অভিনয় করবেন ‘আর্তুগ্রুল’!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩

এবার আতাতুর্কের জীবনী-নির্ভর সিরিজে অভিনয় করবেন ‘আর্তুগ্রুল’!

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ইসলামি খেলাফত বিলুপ্ত করে ‘আধুনিক তুরস্ক’ প্রতিষ্ঠা করেন কামাল আতাতুর্ক। এবার তার জীবনী-নির্ভর কোনো সিনেমা কিংবা সিরিজে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন ‘আর্তুগ্রুল’ খ্যাত জনপ্রিয় তুর্কি অভিনেতা ইনজিন আলতান দোজইয়াতান।

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডন ইমেজেস একটি প্রতিবেদনে একথা জানায়। প্রতিবেনটিতে আরও জানানো হয়, ‘রেড সি’ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ইনজিন। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি নিজের এ ইচ্ছার কথা জানান।


ইনজিন আলতান দোজইয়াতান পৃথিবীর সর্বশেষ ইসলামি খেলাফত-ব্যবস্থা উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’র প্রধান চরিত্রে অভিনয় করেন। এতে বিশ্বজুড়ে দারুণ খ্যাতি অর্জন করেন। 

জেদ্দায় দেওয়া ওই সাক্ষাৎকারটিতে এই অভিনেতা আরও জানান, দিরিলিসে শ্যুটিং করার সময় তার নিজের জীবনে খুব শক্তভাবেই চরিত্রের প্রভাব ঢুকে পড়ে। সেখান থেকে বের হতে তার অনেক সময় ব্যয় করতে হয়েছে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর