Logo
Logo

বিনোদন

মানুষ ভাবে আমি বেশিরভাগ সময় ভারতে থাকি : জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৬

মানুষ ভাবে আমি বেশিরভাগ সময় ভারতে থাকি : জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্মেও পা রাখছেন। আশফাক নিপুনের পরিচালনায় তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর শুটিং ফ্লোরে গড়াচ্ছে এই ওয়েব সিরিজ। জয়া নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহেই শুটিং শুরু হবে।

এটা জয়ার প্রথম ওয়েব সিরিজ হলেও, তাঁকে নিয়ে মানুষের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে। জয়া আহসান বলেন, ‘মানুষ ভাবে আমি বেশিরভাগ সময় ভারতে থাকি। আসলে কাজ থাকলেই ভারতে যাই, কাজ শেষে দেশে ফিরে আসি।’

সম্প্রতি সীতাকুণ্ডে শুটিং করতে গিয়েও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি। সবাই ভেবেছিল, তিনি ভারতে রয়েছেন, যদিও তিনি তখন বাংলাদেশেই শুটিং করছিলেন।

জয়া আহসানকে গত কয়েক বছরে ভারতীয় সিনেমায় বেশি দেখা গেলেও বাংলাদেশের সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর উপস্থিতি বাড়ছে।

সম্প্রতি ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ডের মঞ্চেও জামদানি শাড়িতে আলো ছড়িয়েছেন তিনি। নতুন ডিজাইনের এই ফিউশন শাড়ি নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে। তবে সমালোচনাকে থামতে দেননি তিনি। জয়া বলেন, ‘জামদানি নিয়ে আরও ফিউশন করব এবং সবাইকে করতে বলব। ঐতিহ্যকে বাক্সবন্দী করে রাখলে তা হারিয়ে যাবে।’

বাংলাদেশ-ভারত দুই দেশেই বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। তাঁর অভিনীত ‘ওসিডি’ শিগগিরই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। এছাড়া বাংলাদেশে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, এবং ‘ফেরেশতে’ সিনেমাগুলো মুক্তির তালিকায় রয়েছে।

এফএটি/এমএইচএস  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর