Logo

বিনোদন

ভিন্ন পরিচয়ে শুটিংয়ে ফিরলেন তাহসান!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:০৭

ভিন্ন পরিচয়ে শুটিংয়ে ফিরলেন তাহসান!

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ বিরতির পর শুটিং সেটে ফিরলেন। তবে এবার তিনি ফিরেছেন ভিন্ন একটি পরিচয়ে—অভিনেতা নয়, এবার তাঁকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। ‘ফ্যামিলি ফিউড’ নামে একটি গ্লোবাল গেম শোয়ের বাংলাদেশি সংস্করণের উপস্থাপনা করছেন তাহসান। সম্প্রতি তিনি শো এর শুটিংয়ে অংশ নিয়েছেন।

তাহসান এই নতুন অভিজ্ঞতা নিয়ে বলেন, নগদ পুরস্কার জয়ের জন্য দুই পরিবারের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই, পাশাপাশি থাকবে অনেক আনন্দের মুহূর্ত। এটি মূলত একটি আন্তর্জাতিক গেম শোয়ের বাংলাদেশি সংস্করণ, যেখানে প্রায় দুই হাজার প্রতিযোগীর মধ্যে থেকে অডিশনের মাধ্যমে দেশের সবচেয়ে উদ্যমী ও প্রাণবন্ত পরিবারগুলোকে বাছাই করা হয়েছে। এই পরিবারগুলো এখন বুদ্ধি ও দ্রুত চিন্তার লড়াইয়ে নামবে, যেখানে তাদের অনুমান করতে হবে ১০০ জন মানুষের দেওয়া উত্তর।

তিনি আরও জানান, দর্শকদের আরও আনন্দ দিতে এই শোতে থাকবে বিশেষ এপিসোড। সেখানে অংশ নেবেন জনপ্রিয় তারকা ও ইনফ্লুয়েন্সাররা। 

প্রতিটি এপিসোডে দুটি পরিবারের মধ্যে প্রতিযোগিতা হবে সঠিক উত্তর খুঁজে বের করার জন্য। সবচেয়ে বেশি স্কোর করা পরিবারটি চলে যাবে ফাস্ট মানি রাউন্ডে, যেখানে তারা আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবে।

এই ভিন্নধর্মী আয়োজনে তাহসানকে নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর