বলিউডের কাপুর পরিবারের অন্যতম প্রধান রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই পরিবারের পক্ষ থেকে। যেখানে বলিউডের অনেক তারকা ও কাপুর পরিবারের সদস্যরা অংশ নেন।
যার মধ্যে ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, রিদ্ধিমা কাপুর, নীতু কাপুর, সাইফ আলী খান, কারিনা কাপুর, কারিশমা কাপুরসহ আরও অনেকে।
অনুষ্ঠানের একটি মুহূর্তকে স্মরণ করে নীতু কাপুর তার সন্তানদের সাথে একটি ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি প্রয়াত স্বামী ঋষি কাপুরকে গভীরভাবে অনুভব করার কথা জানান। রণবীর, আলিয়া ও রিদ্ধিমার সাথে তোলা ছবিতে নীতু কাপুর ক্যাপশন দেন, ‘মিসড ইউ কাপুর সাব’। সাথে একটি রেড হার্ট ও দুঃখের ইমোজি জুড়ে দেন।
ঋষি কাপুরকে স্মরণ করে নীতু কাপুরের এই আবেগঘন পোস্ট তার অনুরাগী ও পরিবারকে আবেগাপ্লুত করেছে।
রাজ কাপুরের শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘রাজ কাপুর ১০০: গ্রেটেস্ট শোম্যানের শতবর্ষ উদযাপন’ শিরোনামে একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়, যা ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন ও ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার (এনএফডিসি) সহযোগিতায় ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের ৪০টি শহরে অনুষ্ঠিত হচ্ছে।
এমএন/ওএফ