Logo
Logo

বিনোদন

গুজবের কড়া জবাব দিলেন ঋতুপর্ণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯

গুজবের কড়া জবাব দিলেন ঋতুপর্ণা

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত /ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

পশ্চিম বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করা নিয়ে সম্প্রতি একটি গুজব ছড়ায়- যেখানে বলা হয় তাকে বাদ দিয়ে শ্রীলেখা মিত্রকে নেওয়া হয়েছে। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘বাংলাদেশের ‘তরী’ ছবির জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। চিত্রনাট্যে কিছু পরিবর্তন চেয়েছিলাম, যা এখনও হয়নি। আমি কখনোই ছবিটিতে কাজ করতে রাজি হইনি, তাই আমাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।’

তিনি আরও বলেন, ‘গল্প বানিয়ে পাবলিসিটি করার এই পদ্ধতি আমার অজানা। নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলা এক বিষয়, কিন্তু বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা একেবারেই সঠিক নয়।’

পরিচালক রাশিদ পলাশও এ বিষয়ে নিশ্চিত করেছেন যে চুক্তি হয়নি এবং বর্তমান দেশের পরিস্থিতি ও নিরাপত্তার কথা বিবেচনা করেই তাকে নিয়ে কাজ না করার সিদ্ধান্ত সহজ হয়েছে।

নায়ক ও সাবেক এমপি ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে ঋতুপর্ণা অভিনয় করেছেন বেশ কিছু ছবিতেই। সেই সূত্রে ফেরদৌস তার বন্ধু। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই প্রাথমিক তালিকা থেকে বাদ দিতে হয়েছে এ অভিনেত্রীকে।

এ বিষয়ে ঋতুপর্ণা আরও জানান, তিনি চিত্রনাট্যের সঠিকতা নিশ্চিত না হলে কোনো কাজ করতে রাজি নন। অভিনেত্রীর এই জবাবে গুজবের সমাপ্তি ঘটেছে এবং পুরো বিষয়টি পরিষ্কার হয়েছে।

এমএন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর