Logo
Logo

বিনোদন

তনুর গ্রাফিতি ঢাকলেন মেহজাবিন, অতঃপর...

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭


প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার অভিনীত চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এসে আগামী ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

তবে মুক্তির আগে সিনেমার প্রচারণায় নেমে বিতর্কে জড়ালেন মেহজাবীন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তনুর গ্রাফিতির ওপর সিনেমার পোস্টার সাঁটিয়ে দেন এই অভিনেত্রী।

একইসঙ্গে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরেও পোস্টার লাগানো হয়। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

মেহজাবীনের এই কর্মকাণ্ডে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তাকে বয়কটের ডাক দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক পোস্টে মেহজাবীনের পোস্টার লাগানোর ছবি পোস্ট করে লিখেছেন, টিএসসিতে আমরা এই পোস্টার ছিঁড়ব না মেহেজাবিন চৌধুরী। আপনি নিজে এসে এই পোস্টার ছিঁড়বেন। 

এ ঘটনার ঘণ্টাখানেক পর আরও একটি ভিডিও একই পোস্টে জুড়ে দেন রিফাত রশীদ। যেখানে মেহেজাবীনকে নিজের সিনেমার পোস্টার গ্রাফিতির ওপর থেকে তুলে ফেলতে দেখা যায়। 

 এ ঘটনায় ফেসবুক পোস্ট করে ক্ষমা চান মেহেজাবীন। তিনি লেখেন, পোস্টারিং সংক্রান্ত  যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি।

আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


এফএটি/ওএফ /এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর