‘পুষ্পা : দ্য রাইজ়’ ছবির বিশাল সাফল্যের পর ‘পুষ্পা ২: দ্য রুল’ আবারও দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের অভিনীত এই ছবি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। তবে বলিউডে আল্লুর সমকক্ষ মহাতারকার জায়গা কে নেবেন? উত্তর দিলেন আসন্ন ছবি ‘বেবি জন’-এর পরিচালক ক্যালিস।
ক্যালিস মনে করেন, বলিউডে বরুণ ধওয়ান আল্লু অর্জুনের জায়গা নিতে চলেছেন। ‘বেবি জন’ ছবিতে বরুণের অভিনয়ে তিনি মুগ্ধ। তার মতে, বরুণ প্রতিভাবান এবং ছবিতে বিভিন্ন দৃশ্যে চমৎকার পারফর্ম করেছেন। ক্যালিস আরও বলেন, বলিউডে আল্লু অর্জুনের খ্যাতির জায়গায় বরুণ ধাওয়ান নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
‘বেবি জন’-এর প্রচার ঝলক ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। বড়দিনে মুক্তি পাবে ছবিটি, যা পারিবারিক গল্প এবং বিশেষ বার্তা নিয়ে হাজির হচ্ছে। ক্যালিসের আশা, এই ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে এবং বরুণের অভিনয় সবাইকে চমকে দেবে।
এফটিএ/এমজে