Logo
Logo

বিনোদন

সিনেমায় আমার দায়িত্বটা একটু বেশি : শাকিব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২২

সিনেমায় আমার দায়িত্বটা একটু বেশি : শাকিব

ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান তার পরবর্তী সিনেমা ‘বরবাদ’র ফার্স্ট লুক প্রকাশের অনুষ্ঠানে বাংলা সিনেমার প্রতি নিজের দায়িত্বের কথা তুলে ধরেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার উন্মোচিত হয়। যেখানে শাকিব খান তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভালো কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শাকিব বলেন, আমরা সকলেই শিল্পী, এবং আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করে ভালো কাজ করতে চাই। তবে আমার মনে হয়, আমার দায়িত্বটা সব সময় বেশি।

তিনি আরও বলেন, ‘বিশ্বজয় করেছেন শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে এগোচ্ছে। এটা সিস্টেমেরই অংশ। আমরা যদি আন্তর্জাতিক একটা পজিশন তৈরি করতে পারি, তাহলে সেই পথে পরবর্তী প্রজন্মও হাঁটবে।’

শাকিব খান তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘আমাকে না হেরে জিততে হবে। নতুন কোনো পথ বের করতে হবে, যে পথে পরবর্তী প্রজন্ম, যেমন সিয়াম, চলতে পারবে। আজকে যারা ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে, তাদের পথচলাটা আমি আরও সহজ করে দিতে চাই।’

শাকিব খানকে তার ভক্তরা "কিং খান" বা "ঢালিউড কিং" নামে সম্বোধন করে থাকেন। দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট চলচ্চিত্র, যার মাধ্যমে তিনি শুধু দেশে নয়, দেশের বাইরেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অসাধারণ অভিনয় ক্ষমতা ও পরিশ্রম তাকে শীর্ষস্থানীয় নায়কদের কাতারে নিয়ে গেছে।

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খানের অভিনয় জীবনের যাত্রা শুরু হয়। সেই শুরু থেকে আজ পর্যন্ত শাকিব খান দেশের চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন এবং তিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে পরিচিত।

এফটিআই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর