কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন অ্যাঞ্জেলিনা জোলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬
অ্যাঞ্জেলিনা জোলি তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকেন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ছেলেদের সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি।
নতুন বায়োপিক ‘মারিয়া’তে অপেরা গায়ক মারিয়া ক্যালাসের ভূমিকায় অভিনয় করছেন জোলি। ছবির সেটে তার বড় ছেলে ম্যাডক্স ও প্যাক্স প্রযোজনা সহকারী হিসেবে কাজ করেছেন।
জোলি জানান, ছেলেরা তাকে এমন কিছু ব্যথা প্রকাশ করতে দেখেছে, যা তিনি সাধারণত তাদের কাছ থেকে লুকিয়ে রাখতেন। ‘তারা আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে দেখেছে। কিন্তু তারা কখনো আমার ব্যথা প্রকাশ করতে দেখেনি। কেননা পিতামাতা সাধারণত সন্তানের কাছ থেকে তাদের ব্যাথা লুকিয়ে রাখে’, বলেন জোলি।
এই ছবির জন্য জোলি দীর্ঘ সাত মাস ধরে অপেরা গানের প্রশিক্ষণ নিয়েছেন, যা শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় জীবনের অন্যতম সুবিধা হলো নতুন কিছু শেখার সুযোগ পাওয়া।’
২০২৫ সালের ১০ জানুয়ারি যুক্তরাজ্যের সিনেমা হলে মুক্তি পাবে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘মারিয়া।’
এফএটি/এমজে