Logo
Logo

বিনোদন

লিভ টুগেদার নরমাল হবে ইনশাআল্লাহ : স্বাগতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭

লিভ টুগেদার নরমাল হবে ইনশাআল্লাহ : স্বাগতা

চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু ড. হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

হাসান লন্ডন প্রবাসী এবং সংগীত জগতে যুক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা খোলামেলাভাবে জানিয়েছেন, বিয়ের আগে তারা ১ বছর লিভ টুগেদারে ছিলেন। এ থেকেই একে অপরকে ভালোভাবে জানার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

স্বাগতা বলেন, ‘আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি। তারপর দু’জন দু’জনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি।’ 

তিনি আরও জানান, তাদের এই সিদ্ধান্তে পরিবারে কোনো আপত্তি ছিল না। স্বাগতার পরিবার এবং হাসানের পরিবারও বিষয়টি মেনে নিয়েছিল। এমনকি স্বাগতার ভাই-বোনও তাদের লিভ টুগেদারকে সমর্থন করেছেন।

তিনি বলেন, ‘আমার ভাই-বোনও বলেছে, কেউ যুক্তরাজ্য থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল। তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারাজীবন থাকতে পারবে কিনা। তারপর সিদ্ধান্ত নিও।’

লিভ টুগেদার নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাগতা বলেন, ‘সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স যেমন নরমালাইজ হচ্ছে, তেমনই লিভ টুগেদারও নরমালাইজ হবে। ইনশাআল্লাহ।’

স্বাগতার স্বামী হাসান আজাদ একজন মিউজিক কম্পোজার এবং লেখক, যিনি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। এ ছাড়াও তিনি একজন সফল ব্যবসায়ী।

এর আগে, স্বাগতা চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে দীর্ঘ ৭ বছরের প্রেমের পর বিয়ে করেছিলেন, তবে ছয় বছরের দাম্পত্যের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

স্বাগতা তার সংগীত এবং অভিনয় জীবনেও সফল। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন তিনি, এবং ‘মহাকাল’ নামে একটি ব্যান্ড দলের সদস্য ছিলেন। সাম্প্রতিক সময়ে, তিনি ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন।

এফএটি/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর