ছবি : বাংলাদেশের খবর
সুপারহিরো সিনেমাপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর। প্রখ্যাত পরিচালক জেমস গানের পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘সুপারম্যান’।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুই মিনিট বিশ সেকেন্ডের টিজার ট্রেলার প্রকাশিত হয়েছে সিনেমাটির। যা ইতোমধ্যেই সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।
ট্রেলারটি সুপারম্যানের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়, যেখানে ক্যাল-এল বা ক্লার্ক কেন্ট শুধু একজন সুপারহিরোই নন, বরং একজন সাধারণ মানুষের জীবনযাপনের জন্য সংগ্রাম করছেন। জেমস গান তার স্বকীয় শৈলীতে গল্পের গভীরতা এবং সুপারহিরো চরিত্রের মানবিক দিকগুলোকে তুলে ধরতে চেয়েছেন।
ট্রেলারে দেখা যায় আকাশ থেকে বরফের উপর এসে পরে আহত সুপারম্যান । তাকে সাহায্য করতে আসছে সুপার ডগ ক্রিপ্টো । এরপর আরো কিছু দৃশ্যে লয়েস লেন, লেক্স লুথার, গাইগার্ডনার, মিস্টার টেরিফিক সহ অন্যান্য সুপার হিরো চরিত্রের ঝলক দেখা গেছে ট্রেলারে । সুপারম্যানের চরিত্রে নতুন অভিনেতা ডেভিড করেন্সেট । এর আগে জ্যাক স্নাইডারের পরিচালনায় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন হেনরি ক্যাভিল ।
জেমস গান এর আগে "গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি" এবং "দ্য সুইসাইড স্কোয়াড" এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। সুপারম্যান: লেগেসি নিয়ে তিনি বলেছেন, ‘আমি এমন একটি গল্প বলতে চেয়েছি, যেখানে একজন এলিয়েন মানবজাতির জন্য তার ভালোবাসা এবং দায়িত্ববোধকে গভীরভাবে উপলব্ধি করে।’
সুপারম্যান ২০২৫ সালের ১১ জুলাই তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এই ট্রেলার নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। অনেকেই এটি সুপারম্যান ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।
এইচআর/এমআই