ছবি: সংগৃহীত
শোবিজ জগতের সঙ্গে মাদকের ভয়াল সংযোগ— বিশ্বজুড়ে একটি বহুল আলোচিত বিষয়। সম্প্রতি বাংলাদেশেও বেশ কিছু শোবিজ তারকার নাম উঠে এসেছে মাদক কেলেঙ্কারিতে। একাধিক অভিনেত্রী ও সংগীতশিল্পীর নাম মাদকের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
ঢাকার বিমানবন্দরে মাদকসম্পৃক্ততার অভিযোগে গত ১৭ অক্টোবর গ্রেপ্তার হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপ। দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, মুমতাহিনা টয়া, তানজিন তিশা এবং সংগীতশিল্পী সুনিধি নায়েকের নাম উঠে এসেছে। অভিযোগ, তারা নিয়মিত মাদক সেবন ও অর্ডার করতেন।
মাদকের অর্ডারের সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ড পেয়েছে তদন্তকারীরা। চ্যাটিংয়ে সাংকেতিক ভাষায় মাদক অর্ডার করার প্রমাণও রয়েছে। যেমন, অভিনেত্রী সাফা কবির অর্ডার করেন ‘ই’ নামে পরিচিত এমডিএমএ।
অভিনেত্রী মুমতাহিনা টয়াও একই গ্রুপে মাদক অর্ডার করেন। এছাড়া সংগীতশিল্পী সুনিধি নায়েকও মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
তদন্তের অংশ হিসেবে নারকোটিক্স বিভাগ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
তবে সাফা কবির ও মুমতাহিনা টয়া দাবি করেছেন, তাদের বিরুদ্ধে মাদকের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদেরকে মিথ্যা ফাঁসানো হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
শোবিজের মাদক কেলেঙ্কারি এখনো তদন্তাধীন। এর আগে পরীমণি, নোবেলের মতো জনপ্রিয় তারকারাও মাদক কেলেঙ্কারিতে জড়িয়েছেন। শোবিজ জগতে মাদকের ভয়াবহ থাবা কি আরও বিস্তৃত হচ্ছে?—এই প্রশ্নই এখন সবার মুখে।
এফএটি/এইচকে/এমএইচএস