Logo
Logo

বিনোদন

আজ ২০ প্রেক্ষাগৃহে ‘প্রিয় মালতী’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪

আজ ২০ প্রেক্ষাগৃহে ‘প্রিয় মালতী’

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আজ। ‘প্রিয় মালতী’ নামে সিনেমাটি শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকাসহ দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মেহজাবীন সিনেমাটিতে নাম চরিত্রে অভিনয় করেছেন, যেখানে সমাজে নারী হিসেবে টিকে থাকার সংগ্রাম, সামাজিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাবে তাকে।

‘প্রিয় মালতী’ সিনেমার গল্পে দেশের সেইসব নারীদের জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে, যারা প্রচলিত সামাজিক নিয়মকানুনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন এবং সাহসী পদক্ষেপ নিয়েছেন।

ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। মেহজাবীনের পাশাপাশি এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

এর আগে ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। 

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর