Logo
Logo

বিনোদন

৫২ বছরেও আবেদনময়ী জয়া : শাড়ির ভিন্ন ফ্যাশনে সমালোচনার মুখে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৮

৫২ বছরেও আবেদনময়ী জয়া : শাড়ির ভিন্ন ফ্যাশনে সমালোচনার মুখে

ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের শৈল্পিক পোশাক এবং ফ্যাশন সেন্স দিয়ে বারবার আলোচনায় আসছেন। ৫২ বছর বয়সেও আবেদনময়ী এই অভিনেত্রী তার স্টাইল এবং উপস্থিতি দিয়ে মুগ্ধ করে চলেছেন ভক্তদের। 

সম্প্রতি ভারতের একটি ফিল্মফেয়ার অনুষ্ঠানে জামদানির ভিন্ন ফ্যাশন উপস্থাপনার পর আবারও শাড়ির নতুন ফ্যাশনে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেন জয়া, যেখানে হলুদ ব্লাউজের সঙ্গে এক রাজকীয় শাড়িতে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে জয়া লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’

তবে তার এই খোলামেলা শাড়ির ফ্যাশন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘শাড়ি, ব্লাউজটা সুন্দর- তবে বেশি খোলামেলা না হলেও পারতেন’, আবার কেউ জয়াকে তুলনা করেছেন ‘১৬ বছরের যুবতী কন্যা’ হিসেবে। অন্যদিকে অনেকে তার এই নতুন স্টাইলের প্রশংসাও করেছেন এবং রাজকীয় সাজের জন্য প্রশংসিত হয়েছেন জয়া।

অভিনেত্রী জয়া আহসান তার ব্যক্তিগত জীবন এবং ফ্যাশন নিয়ে নেতিবাচক মন্তব্যে কখনোই পাত্তা দেন না। তিনি ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এবং শীঘ্রই তার নতুন ছবি ‘ওসিডি’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, এবং ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর