Logo
Logo

বিনোদন

ভ্যাট-শুল্ক মুক্ত থাকছে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪

ভ্যাট-শুল্ক মুক্ত থাকছে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’

পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দলের অংশগ্রহণে আয়োজিত ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’-এর আয়ে সকল প্রকার ভ্যাট ও সম্পূরক শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কনসার্টটি শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর থেকে প্রাপ্ত সমস্ত অর্থ ব্যয় করা হবে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের কল্যাণে।

এই অলাভজনক কনসার্টটির আয়োজক স্কাইট্র্যাকার লিমিটেড এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন। রাহাত ফতেহ আলী খান ও তার দল কোনো পারিশ্রমিক ছাড়াই এখানে পারফর্ম করবেন।

 এ আয়োজনে আর্মি স্টেডিয়ামও কোনো ভাড়া নেবে না। এনবিআর বৃহস্পতিবার এক বিশেষ আদেশে আয়োজকদের ভ্যাট ও শুল্ক মওকুফের ঘোষণা দেয়।

 তবে শর্তসাপেক্ষে আয়োজকদের দায়িত্বশীলতার সঙ্গে কনসার্ট পরিচালনা করতে হবে এবং অনিয়ম প্রমাণিত হলে শুল্ক পরিশোধ করতে হবে।

এছাড়া, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কনসার্ট উপলক্ষে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে। ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিমানবন্দর সড়কসহ নির্দিষ্ট কিছু এলাকায় টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। 

এ সময় টঙ্গী-উত্তরা থেকে গুলশান, বনানী ও মহাখালীগামী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

কনসার্ট থেকে বিক্রিত টিকিটের পুরো অর্থ ব্যয় করা হবে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের জন্য। আয়োজক সংস্থা জানিয়েছে, এই কনসার্ট শুধুমাত্র তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নয়, বরং জুলাই বিপ্লবের আত্মত্যাগকে সম্মান জানানোর একটি প্রতীকী উদ্যোগ।

এফএটি/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর