আজ রাতে ঢাকায় পৌঁছাবেন রাহাত ফতেহ আলী, সব প্রস্তুতি শেষ
বিনোদন ডেস্ক:
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২
ছবি: সংগৃহীত
রাত পোহালেই ঢাকায় অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’।
আয়োজনে অংশ নিতে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবেন তিনি। কিংবদন্তি এই শিল্পী রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। আয়োজকরা নিশ্চিত করেছেন, কনসার্টের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
আলোচিত এই কনসার্টটি ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। বিনা পারিশ্রমিকে এই কনসার্টে অংশ নিচ্ছেন রাহাত ফতেহ আলী খান।
‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এর টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে— ভিআইপি টিকিট ১০,০০০ টাকা, ফ্রন্ট রো ৪,৫০০ টাকা এবং জেনারেল টিকিট ২,৫০০ টাকা।
এই কনসার্টে আরও অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র্যাপ শিল্পী সেজান ও হান্নান। কনসার্টের পাশাপাশি থাকবে গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটক।
এফএটি