ছবি: সংগৃহীত
বলিউডের রাজা শাহরুখ খানের কণ্ঠে মুফাসা চরিত্রে নতুন করে প্রাণ পেয়েছে ডিজনির ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণ। শাহরুখের কণ্ঠস্বরের বিশেষ অনুরণন এবং আবেগময় প্রকাশ সিনেমাটির নাটকীয়তা ও গভীরতাকে নতুন মাত্রা দিয়েছে।
‘মুফাসা : দ্য লায়ন কিং’ শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতে ইংরেজীর পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।
শাহরুখ খানের কণ্ঠে মুফাসার সংলাপগুলো যেমন আবেগময়, তেমনি দর্শককে মুগ্ধ করে রেখেছে। সিনেমায় সিম্বার পিতামাতার ভূমিকায় শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খানও যুক্ত আছেন। এই পারিবারিক সংযোগ এবং শাহরুখের প্রজ্ঞাময় কণ্ঠস্বর সিনেমাটিকে ভিন্নভাবে তুলে ধরেছে।
মুফাসার এই যাত্রা মূলত বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং পরিবারের বন্ধনের ওপর ভিত্তি করে তৈরি, যা শাহরুখের অনবদ্য অভিনয় দক্ষতায় পর্দায় আরও অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। ভারতে মুফাসার মুক্তির প্রথম দিনেই ছবিটি ১০ কোটিরও বেশি আয় করেছে।
এফএটি/এমএইচএস