Logo
Logo

বিনোদন

মুক্তি পেল জয়ার ‘নকশীকাঁথার জমিন’ ট্রেইলার

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৪

মুক্তি পেল জয়ার ‘নকশীকাঁথার জমিন’ ট্রেইলার

জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জমিন’ চলচ্চিত্রের ট্রেইলার মুক্তি পেয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান। মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’-এর ট্রেইলার ভিডিওটিও তিনি সেখানে প্রকাশ করেছেন। বিজয়ের মাসের ২৭ তারিখে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। 

জয়া আহসান তার পোস্টে লিখেছেন, “মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশীকাঁথার জমিনে। বিজয়ের মাসের ২৭ তারিখে মুক্তি পাচ্ছে আমাদের ‘নকশীকাঁথার জমিন’। আজ প্রথমবারের মতো রিলিজ দেওয়া হচ্ছে ‘নকশীকাঁথার জমিন’-এর ট্রেইলার।"

সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। রাহেলা ও সালেহা নামে দেই নারী চরিত্রের জীবন সংগ্রাম ও প্রতিকূলতার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। 

আকরাম খান বলেছেন, “সিনেমাটি প্রস্তুত ছিল, পরিকল্পনা ছিল ডিসেম্বরে বিজয়ের মাসে মুক্তি দেওয়ার। অন্যান্য বছর ডিসেম্বরে অনেক মুক্তিযুদ্ধের সিনেমা মুক্তি পায়। এই বছর মুক্তি পায়নি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বছরের শেষ মুহূর্তে এসে আমার সিনেমাটি মুক্তি দিচ্ছি।”

এর আগে ‘নকশী কাঁথার জমিন’ ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে।

এছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর