ফ্যাক্টচেক
ছবিগুলো কি শবনম ফারিয়ার, জানা গেল সত্যিটা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯
সম্প্রতি অভিনেত্রী শবনম ফারিয়ার ছবি দাবিতে ‘ডাক্তার আইজুর লাল বিপ্লবী মেয়ে বন্ধুর সংখ্যা অনেক হইলেও শবনম ফারিয়াকে কেনু তার এত পছন্দ আজকে বুঝা গেল।’ শীর্ষক ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখা যায়।
ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী শবনম ফারিয়ার এই ছবিগুলো আসল নয় বরং, ভিন্ন একজন ব্যক্তির ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
বিষয়টি অনুসন্ধানে ভারতীর অভিনেত্রী পুনম বাজওয়ার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে ব্যবহৃত দুটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবি দুটির মিল রয়েছে।
অর্থাৎ, ভিন্ন এক নারীর ছবিকে শবনম ফারিয়া বলে দাবি করা হচ্ছে। তাছাড়া, শবনম ফারিয়ার ফেসবুক পেজে এমন কোনো ছবির অস্তিত্ব মেলেনি।
সুতরাং, ভিন্ন এক নারীর ছবি সম্পাদনা করে অভিনেত্রী শবনম ফারিয়ার ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।