রাশমিকা মান্দানা
নতুন জীবনসঙ্গী হিসেবে একজন ভালো হৃদয়ের মানুষ চান বলে জানিয়েছেন লাস্যময়ী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি বলেন, সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মানের মাধ্যমে সম্পর্কের সমীকরণ মজবুত হয়ে ওঠে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আলোচিত এই দক্ষিণী অভিনেত্রী।
বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন রাশমিকা। তাই বিয়ের জন্য কেমন পাত্র চান—সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, আমার যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যেরকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।’
২০১৭ সালের জুলাই মাসে রক্ষিতের সঙ্গে প্রথম আংটিবদল হয় রাশমিকার। তবে সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে ভেঙে যায় তাদের। শোনা যায়, দুই তারকার বাড়ি থেকে আংটিও ফিরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই নানাভাবে কটাক্ষের শিকার হতে থাকেন রাশমিকা।
একই বছরে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশমিকা। তবে সম্পর্ক নিয়ে রাশমিকা এবং রক্ষিত কেউই মুখ খোলেননি।
এটিআর/