Logo
Logo

বিনোদন

পৌষের শীতে রাহাত ফাতেহ আলীর সুরের উষ্ণতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭

সুফি সংগীতের ঐতিহ্যবাহী ব্যক্তিত্ব ফতেহ আলী খান পরিবারের অন্যতম জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান গত শনিবার ঢাকায় বিশেষ কনসার্টে অংশ নেন। আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি সংগীতপ্রেমীদের জন্য ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাহাত ফতেহ আলী খানের যাদুকরী কণ্ঠ ও সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে শ্রোতারা সন্ধ্যাটি উপভোগ করেন।

রাহাত ফতেহ আলী খান মঞ্চে উঠেই বাংলাদেশকে ভালোবাসার বার্তা দেন। পরপর পরিবেশন করেন তার জনপ্রিয় গানগুলো। যার মধ্যে ছিল ‘মেরে রিশকে কামার’, ‘আফরি’, ‘তুম জো আয়ে’, ‘জরুরি থা’সহ আরও বহু জনপ্রিয় গান। প্রতিটি গানেই শ্রোতারা মুগ্ধ হয়ে সুরের সাথে তাল মিলিয়ে শিল্পীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রাহাত ফতেহ আলী খানের ‘জরুরি থা’ গানটি, যেটি শুরু হতেই পুরো স্টেডিয়াম নাচে ও উল্লাসে মেতে ওঠে। ‘ওয়ান মোর’ স্লোগানে শ্রোতারা বারবার গান শোনার অনুরোধ জানায়, আর রাহাত ফতেহ আলী খানও সেই অনুরোধ মেনে আরও গান উপহার দেন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, জুলাই অভ্যুত্থানে হাত হারানো গাজী আতিক, শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ ও শহীদ আহনাফ ফাইয়াজের মা।

আয়োজনের মাধ্যমে সংগৃহীত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিল গঠনে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এ কনসার্টের আয়োজন করে ‘স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম’।

কনসার্টের শুরুতে সিলসিলা ব্যান্ডের কাওয়ালি পরিবেশন হয়। পরে চিরকুট, আর্টসেলসহ বেশ কয়েকটি ব্যান্ড তাদের গান পরিবেশন করে। রাহাত ফতেহ আলী খানের কনসার্টের মাধ্যমে রাতটি স্মরণীয় হয়ে ওঠে সংগীতপ্রেমীদের কাছে।

এফএটি/এমজে/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর