মটলি ক্রুর বিখ্যাত ড্রামার টমি লি সপ্তাহে মাত্র একদিন গোসল করেন। সম্প্রতি একটি পডকাস্টে এমনটাই জানিয়েছেন তার স্ত্রী ব্রিটনি ফারলান। বৃহস্পতিবার প্রকাশিত ‘অফ দ্য ভাইন’ পডকাস্টে এই অদ্ভুত অভ্যাসের কথা শেয়ার করেন ব্রিটনি।
কৌতুক অভিনেত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব ব্রিটনি ২০১৯ সালে টমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
পডকাস্টের হোস্ট কেইটলিন ব্রিস্টোর সাথে কথোপকথনের সময় ব্রিটনি বলেন, ‘আমার স্বামী খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন, যা একজন সংগীতশিল্পীর ক্ষেত্রে বেশ অপ্রত্যাশিত হতে পারে। তবে, সে বেশিরভাগ সময়ই গোসল না করে থাকেন।’
ব্রিস্টো অবাক হয়ে জিজ্ঞাসা করেন, গোসল করে না? এর উত্তরে ব্রিটনি বলেন, ‘হ্যাঁ, গোসল তার কাছে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়।’
তিনি আরও যোগ করেন, ‘ইউরোপীয় সংস্কৃতিতে বড় হওয়ার কারণে তার এমন অভ্যাস। তার মতে, প্রতিদিন গোসল করার প্রয়োজন নেই।’
টমি লির এই গোসলের অভ্যাস অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। তবে তিনি একমাত্র সেলিব্রিটি নন, যিনি এমন ভিন্নধর্মী ব্যক্তিগত পরিচ্ছন্নতার পদ্ধতি অনুসরণ করেন। জেক গিলেনহাল, রবার্ট প্যাটিনসন ও অ্যাশটন কুচারও গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন।
এফএটি/ওএফ