Logo
Logo

বিনোদন

এ ধরনের অভিযোগ স্পষ্টতই চরিত্র হননের চেষ্টা: আল্লু অর্জুন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

এ ধরনের অভিযোগ স্পষ্টতই চরিত্র হননের চেষ্টা: আল্লু অর্জুন

ছবি: সংগৃহীত

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি সম্প্রতি পুষ্পা টু-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী ভক্তের মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনকে দায়ী করে অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, জমায়েতে এক মহিলা নিহত ও তার সন্তান গুরুতর আহত হলেও আল্লু অর্জুন নাকি হেসে বলেছেন, ‘এবার ছবি সত্যিই হিট হবে।’

একইসাথে পুলিশি অনুমতি ছাড়াই রোড শো করার জন্য আল্লুকে দোষারোপ করা হয়। শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন এই অভিযোগের জবাব দিয়ে বলেন, এমন কোনো মন্তব্য তিনি করেননি এবং এসব ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘প্রেক্ষাগৃহ আমার কাছে মন্দিরের মতো, এমন ঘটনা আমাকে কষ্ট দেয়। এ ধরনের অভিযোগ স্পষ্টতই চরিত্র হননের চেষ্টা।’

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর